সাম্প্রতিক সময়ে রিং আইডি দিয়ে ইনকাম করছে অনেকে। তাদের অনুসরণ করে নতুনরাও ইনকাম করার ইচ্ছা প্রকাশ করছে, এমনকি অনেকে শুরু করবে বলে ভাবছে।
আবার অনেকে ভাবছে রিং আইডি দিয়ে ইনকাম হালাল হবে নাকি হারাম হবে। হালাল না হারাম এই চিন্তায় অনেকেই রিং আইডিতে ইনকাম শুরু করেনি বা করতে পারছেনা। তাই চলুন জেনে নেই রিং আইডিতে ইনকাম হালাল না হারাম।
রিং আইডি দিয়ে ইনকাম হালাল না হারাম?
একটা প্রশ্নের উত্তর যদি আপনি জানেন তাহলে রিং আইডির ইনকাম নিয়ে আপনি নিজেই উত্তর পেয়ে যাবেন।
ইসলামিক শায়েখদের মতে, কোন বেপর্দা নারীদের দ্বারা যদি ব্র্যান্ড বা পণ্যের বিজ্ঞাপন দেয়া হয় তাহলে সেই বিজ্ঞাপণ দ্বারা ইনকাম হারাম হবে।
আমার জানা মতে রিং আইডিতে বিজ্ঞাপণ দেখে আয় করা হয়। যদি বিজ্ঞাপনের মাঝে কোন নারীর বিজ্ঞাপন আসে, তাহলে সেই ইনকাম হালাল হবেনা।
আমি কোন শায়েখ বা ইসলামিক দাঈ নই। আমি শুধু তাদের মতবাতকে আমার ভাষায় প্রকাশ করলাম। রিং আইডি ইনকাম হালাল না হারাম এ বিষয়ে বিস্তারিত জানতে অবশ্যই একজন ইসলামিক চিন্তাবিদের নিকটস্ত হোন।
ধন্যবাদ।