রোজার ঈদ কত তারিখে ২০২৪? ঈদুল ফিতর কত তারিখে হবে ২০২৪
ঈদ কবে হবে ২০২৪, ঈদ কবে 2024 ঈদ কবে ২০২৪, ঈদ কবে হবে 202৪, রোজার ঈদ কবে, ঈদুল ফিতর কবে, বাংলাদেশে ঈদ কবে হবে?
রোজার ঈদ ২০২৪ কত তারিখে?
রোজার ঈদ ২০২৪ কত তারিখ? এটা এখন দেশের জাতীয় প্রশ্নের একটি। কারণ আমাদের দেশ হলো মুসলিম প্রধান দেশ। আমরা যদি ২০২৪ সালের ছুটির তালিকা, সরকারি ক্যালেন্ডার ও হিজরি ক্যালেন্ডার এর দিকে তাকাই তাহলে রমজান মাস এবং ঈদুল ফিতরের তারিখ আমাদের চোখে পড়বে।
ঈদুল ফিতর ২০২৪ কত তারিখ?
সরকারি ছুটির তালিকা এবং ক্যালেন্ডারে রোজার ঈদের যে তারিখ দেয়া থাকে তা পুরোপুরি না মিললেও বেশিরভাগ সময় মিলে যায়। ছুটির তালিকায় থাকা তারিখ যেটাই থাকুক না কেন, মুসলিমদের রোজার ঈদ, কোরবানির ঈদ সহ সকল ধর্মীয় নীতি হিজরি সনের ক্যালেন্ডার দেখে পালন করা হয়।
আবার সেই হিজরি সনের ক্যালেন্ডারের তারিখ গণনা করা হয় চাঁদ দেখে বা চাঁদের বয়স অনুযায়ী।
বাংলাদেশে রোজার ঈদ কত তারিখে?
যেহেতু মুসলমানদের ঈদ চাঁদ দেখার উপর নির্ভরশীল তাই সঠিক তারিখ বলাটা খুবই কঠিন। তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে এটিও এখন সম্ভব।
বাংলাদেশে রোজার ঈদ কবে হবে?
বাংলাদেশে ২০২৪ রোজা শুরু হয়েছিল ১২ মার্চ। আমরা সকলেই জানি মার্চ মাস ৩১ দিনে বা ৩১ তারিখে হয়ে থাকে।
যদি ২০২৪ সালের রোজা ৩০টি হয় তাহলে আগামী ১১ এপ্রিল বাংলাদেশে রোজার ঈদ ২০২৪ পালন করা হবে। আর যদি রোজা ২৯টি হয় তাহলে ১০ এপ্রিলের দিন ঈদুল ফিতর ২০২৪ বা রোজার ঈদ সারাদেশে পালন করা হবে।
রোজা কয়টি হবে তা নির্ভর করে চাঁদের উপর। নতুন চাঁদ যদি ২৯ রোজার দিন উঠে যায় তাহলে এপ্রিল মাসের ১০ তারিখে ঈদ হবে, আর যদি ৩০ রোজার দিন উঠে তাহলে এপ্রিল মাসের ১১ তারিখে ঈদ হবে।