ঈদুল আজহা ২০২৪ কত তারিখে? কোরবানির ঈদ কত তারিখে 2024?
জানুন, ঈদুল আজহা ২০২৪ কত তারিখে? কোরবানির ঈদ কত তারিখে 2024? সৌদি আরবে ঈদুল আজহা ২০২৪ কবে? বাংলাদেশে কোরবানির ঈদ ২০২৪ কত তারিখ হবে? কুরবানির পশু জবাইয়ের দোয়া।
[button color=”primary” size=”medium” link=”https://banglatechspot.com/kurbanir-poshu-jobai-korar-niyom/” icon=”” target=”true” nofollow=”false” sponsored=”false”]কুরবানির পশু জবাই করার নিয়ম, পদ্ধতি ও দোয়া[/button]
ঈদুল আজহা ২০২৪ কত তারিখে? কোরবানির ঈদ কত তারিখে 2024?
আসসালামু আলাইকুম প্রিয় পাঠক। পবিত্র ঈদের সময় জানা আমাদের জন্য খুবি জরুরি। ঈদের সময় জানলে আমরা পূর্বপ্রস্তুতি নিয়ে রাখতে পারি। এছাড়াও ঈদের সময় জানা আমাদের জন্য খুবি খুশির বিষয় হয়ে দাঁড়ায়।
যাই হোক। আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে জানাবো ঈদুল আজহা ২০২৪ কত তারিখে? বাংলাদেশে উৎযাপিত হবে বা ২০২৪ কোরবানির ঈদ কত তারিখে? বাংলাদেশে কবে হবে।
ঈদুল আজহা ২০২৪ কত তারিখে?
আপনি যদি জানতে চান ২০২৪ কোরবানির ঈদ কত তারিখে? বা ঈদুল আজহা ২০২৪ কত তারিখে? হবে তাহলে আপনার জন্য এই আর্টিকেল খুবি উপকারি। তাহলে চলুন জেনে নেই ঈদুল আজহা ২০২৪ কত তারিখে? হবে।
[box type=”success” align=”” class=”” width=””]১৭ই জুন যেহেতু জিলহজ্জ মাসের ১০ তারিখ হয় সেহেতু আরবের দেশগুলো ১৭ই জুন পবিত্র ঈদুল আজহা ২০২৩ পালন করবে। বাংলাদেশ যেহেতু পূর্ব থেকেই আরবের দেশগুলোর পরের দিন ঈদ পালন করে। যেমন সৌদি আরবের ঈদ পালনের পরের দিন বাংলাদেশ ঈদ পালন করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে ১৮ই জুন ঈদুল আজহা ২০২৩ পালন করা হবে।[/box]
কোরবানির ঈদ কত তারিখে 202৪? ঈদুল আজহা ২০২৪ কত তারিখে?
আমাদের দেশের বেশীরভাগ মানুষ জানতে চায় ঈদুল আজহা ২০২৪ কত তারিখে হবে। এজন্য সবাই গুগল ও ফেসবুক এমনকি ইউটিউবেও সার্চ করে থাকে।
সেইসব মানুষের কথা চিন্তা করেই আমাদের আর্টিকেল। কারণ আমরা এই আর্টিকেলে কোরবানির ঈদ কত তারিখে 2024 হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।
জিলহজ্জ মাসের কত তারিখে ঈদ হয়? ঈদুল আজহা ২০২৪ কত তারিখে?
জিলহজ মাস হচ্ছে হিজরি সনের একটি মাস। আমরা সকলেই জানি জিলহজ্জ মাসের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা সারাবিশ্বে পালিত হয়। আমরা যদি গুগল এর অফিশিয়াল ক্যালেন্ডার এর দিকে তাকাই তাহলে সেখানে দেখতে পাবো ২০২৪ সালের ১৭ই জুনে জিলহজ্জ মাসের ১০ তারিখ হয়।
সৌদি আরবে ঈদুল আজহা ২০২৪ কবে? ঈদুল আযহা ২০২৪ – কুরবানীর ঈদ 2024
১৭ই জুন যেহেতু জিলহজ্জ মাসের ১০ তারিখ হয় সেহেতু আরবের দেশগুলো ১৭ই জুন পবিত্র ঈদুল আজহা ২০২৪ পালন করবে। যদিও কোরবানির ঈদ পালন করা সম্পূর্ণ চাঁদ দেখার উপর নির্ভর করে, কিন্তু গুগল ক্যালেন্ডার প্রায় সম্পূর্ণ নির্ভুল তারিখ দেখায়।
এরপরেও কিছু ধোয়াশা থেকেই যায়, কারণ হলো কোরবানির ঈদ চাঁদ দেখার উপর নির্ভর করে।
বাংলাদেশে কোরবানির ঈদ ২০২৪ কত তারিখ হবে? ঈদ উল আযহা ২০২৪
বাংলাদেশ যেহেতু পূর্ব থেকেই আরবের দেশগুলোর পরের দিন ঈদ পালন করে যেমন সৌদি আরবের ঈদ পালনের পরের দিন বাংলাদেশ ঈদ পালন করে।
সেহেতু বাংলাদেশে ১৮ই জুন কোরবানির ঈদ 2024 পালন করা হবে। ঈদ পালন করা সম্পূর্ণভাবে চাঁদ দেখার উপর নির্ভরশীল হবে।
কুরবানির পশু জবাইয়ের দোয়া – ঈদুল আজহা ২০২৪ – কোরবানির ঈদ 2024
কুরবানির দোয়াঃ কুরবানির পশু জবাই করার জন্য পশুকে শোয়ানোর পর দোয়া পড়া। নিচে উল্লেখ করা এই দোয়াটি বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে।
যদিও অনেকে দোয়াটির সনদের ব্যাপারে মতপার্থক্য করেছেন। তবে এ দোয়াগুলো পড়ে কুরবানি করা উত্তম। তবে কেউ শুধু বিসমিল্লাহ বলে নালীগুলো কেটে দিলেই কুরবানি শুদ্ধ হয়ে যাবে।
দোয়াটি হলো-
اَللَّهُمَّ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ اِبْرَاهِيْمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ – إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ – لَا شَرِيكَ لَهُ وَبِذَٰلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ – بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
বাংলা উচ্চারণ- ইন্নি ওয়াঝঝাহতু ওয়াঝহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইবরাহিমা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। লা শারিকা লাহু ওয়া বি-জালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ও লাকা।
যদি কেউ এ দোয়াটি না পারেন তবে ছোট্ট এ অংশটুকু পড়বেন-
بِسْمِ اللهِ اَللهُ اِكِبَر – اَللَّهُمَّ مِنْكَ وَ لَكَ
বাংলা উচ্চারণ : বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা।
নিজের পশু নিজে কুরবানি করলে পশু জবেহ করার পর এ দোয়া পড়া-
اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِّى كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।’
অন্য কেউ কুরবানি বা অন্য কারো কুরবানি করলে এ দোয়া পড়া-
اَللهُمَّ تَقَبَّلْ لَهُ مِنِكَ-مِنْكُمْ كَمَا تَقَبَّلْتَ مِنْ حَبِيْبِكَ مَحَمّدٍ وَّ خَلِيْلِكِ اِبْرَاهِيْم
বাংলা উচ্চারণ : আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা-মিনকুম’ কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয়া খালিলিকা ইবরাহিম।’
ঈদুল আজহা ২০২৪ কত তারিখে নিয়ে শেষ কথা
আশা করছি এই আর্টিকেলটি পড়ার পর ঈদুল আজহা ২০২৪কত তারিখে? ২০২৪ কোরবানির ঈদ কত তারিখে? তা বুঝতে পেরেছেন। আমরা কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারিনা যে আমাদের উল্লেখ করা তারিখেই পবিত্র ঈদুল আজহা ২০২৪ বা ২০২৪ সালের কোরবানির ঈদ পালিত হবে।
কোরবানির ঈদ বা ঈদুল আজহা সম্পূর্ণই চাঁদ দেখার উপর নির্ভরশীল। তাই অবশ্যই চাঁদ দেখার পরেই ঈদ উদযাপন করবেন। ধন্যবাদ।
ঈদ মানেই খুশি
ধন্যবাদ।