মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? আমেরিকার রাজ্যগুলোর নাম কি?
জানুন মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি? আমেরিকার রাজ্যগুলোর নাম কি? যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য কোনটি? যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?
পৃথিবীর ৭ টি মহাদেশের মধ্যে দুইটি হচ্ছে আমেরিকা। সেগুলা হচ্ছে উত্তর আমেরিকা ও দক্ষিন আমেরিকা। আমেরিকা দেশের আরেকটি নাম হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা পঞ্চাশটি (৫০) অঙ্গরাজ্য নিয়ে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা গঠিত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডি.সি। মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বশেষ দুইটি অঙ্গরাজ্য যুক্ত করে সর্বমোট ৫০ টি অঙ্গরাজ্য তৈরি করে। সর্বশেষ দুইটি অঙ্গরাজ্যগুলা হলো আলাস্কা (৪৯ তম) এবং হাওয়াই (৫০ তম)।
এই দুইটা অঙ্গরাজ্য ১৯৫৯ সালে যুক্ত কিরা হয়েছে। ওয়াশিংটন ডিসি কংগ্রেসের কর্তৃত্বাধীন একটি ফেডারেল জেলা। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সরকার একজন মেয়র এবং ১৩ জন্য সদস্যের সিটি কাউন্সিল দ্বারা পরিচালিত হয়ে থাকে।
১৭৭৬ সালে আমেরিকা স্বাধীনতা লাভ করে এবং সেই সময় ব্রিটিশ শাসিত ১৩ টি উপনিবেশ অঙ্গরাজ্য ছিল। যেগুলো ছিল – জর্জিয়া, দক্ষিণ ক্যারোলিনা, উত্তর ক্যারোলিনা, ভার্জিনিয়া, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, ডেলাওয়্যার, নিউ জার্সি, কানেকটিকাট, রোড আইল্যান্ড, নিউ হ্যাম্পশায়ার, মেরিল্যান্ড এবং ম্যাসাচুসেটস।
তবে ধীরে ধীরে এর সংখ্যা আজ ৫০ টিতে এসেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহের নাম – আমেরিকার রাজ্যগুলোর নাম
যুক্তরাষ্ট্রে মোট ৫০টি অঙ্গরাজ্য রয়েছে। নিচে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের নাম উল্লেখ করা হয়েছে।
১. আলাস্কা (Alaska)
২. আরকানসাস (Arkansas)
৩. অ্যারিজোনা (Arizona)
৪. আলাবালা (Alabama)
৫. কানেকটিকাট (Connecticut)
৬. ক্যালিফোর্নিয়া (California)
৭. কলোরকডো (Colorado)
৮. ডেলাওয়্যার (Delaware)
৯. ফ্লোরিডা (Florida)
১০. জর্জিয়া (Georgia)
১১. হাওয়াই (Hawaii)
১২. আইডাহো (Idaho)
১৩. ইন্ডিয়ানা (Indiana)
১৪. ইলিনয় (Illinois)
১৫. আইওয়া (Iowa)
১৬. কানসাস (Kansas)
১৭. কেনটাকি (Kentucky)
১৮. লুইসিয়ানা (Louisiana)
১৯. মন্টানা (Montana)
২০. মিসৌরি (Missouri)
২১. মিসিসিপি (Mississippi)
২২. মিনেসোটা (Minnesota)
২৩. মিশিগান (Michigan)
২৪. ম্যাসাচুসেটস (Massachusetts)
২৫. মেরিল্যান্ড (Maryland)
২৬. মেইনে (Maine)
২৭. নর্থ ডাকোটা (North Dakota)
২৮. নর্থ ক্যারোলিনা (North Carolina)
২৯. নিউইয়র্ক (New York)
৩০. নিউ মেক্সিকো (New Mexico)
৩১. নিউ জার্সি (New Jersey)
৩২. নিউ হ্যাম্পশায়ার (New Hampshire)
৩৩. নেভাদা (Nevada)
৩৪. নেব্রাস্কা (Nebraska)
৩৫. ওহিও (Ohio)
৩৬. ওরেগন (Oregon)
৩৭. ওকলাহোমা (Oklahoma)
৩৮. পেনসিলভেনিয়া (Pennsylvania)
৩৯. রোড আইল্যান্ড (Rhode Island)
৪০. সাউথ ডাকোটা (South Dakota)
৪১. সাউথ ক্যারোলিনা (South Carolina)
৪২. টেক্সাস (Texas)
৪৩. টেনেসি (Tennessee)
৪৪. উটাহ (Utah)
৪৫. ভার্জিনিয়া (Virginia)
৪৬. ভার্মন্ট (Vermont)
৪৭. ওয়াশিংটন (Washington)
৪৮. পশ্চিম ভার্জিনিয়া (West Virginia)
৪৯. উইসকনসিন (Wisconsin)
৫০. ওয়াইমিং (Wyoming)
আমেরিকা দেশ বিষয়ক কিছু প্রশ্ন ও উত্তর
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কি আমেরিকা?
উত্তরঃ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা দুটি মহাদেশ। আর এই উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ আমেরিকা (বা The Americas) শব্দটি পশ্চিম গোলার্ধের সমস্ত ভূখণ্ডকে অর্থাৎ, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ নিয়ে গঠিত বোঝায়। (মধ্য আমেরিকা আসলে উত্তর আমেরিকা মহাদেশেরই একটা অংশ।) আমেরিকা যুক্তরাষ্ট্র, বা United States of America বা USA, বা মার্কিন যুক্তরাষ্ট্র — এটি উত্তর আমেরিকার একটি দেশ।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের অধিবাসীদের কি বলা হয়?
উত্তরঃ মার্কিন নাগরিকেরা বাংলা ভাষায় “মার্কিনী” নামে পরিচিত।
প্রশ্নঃ আমেরিকা কত বর্গমাইল? আমেরিকার আয়তন কত?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আয়তন প্রায় ৯৮.৩ লক্ষ বর্গকিলোমিটার (৩৭.৯ লক্ষ বর্গমাইল)। দেশটির জনসংখ্যা প্রায় ৩২ কোটি ৮২ লক্ষ । সামগ্রিক আয়তনের হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় অথবা চতুর্থ বৃহত্তম রাষ্ট্র।
প্রশ্নঃ মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের মুদ্রা ব্যবহার করে
উত্তরঃ ইউনাইটেড স্টেটস ডলার হল ইউএস এর অফিসিয়াল কারেন্সি ইউএস কারেন্সি তৈরি করে এমন বিল এবং কয়েন সম্পর্কে জানুন।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্র কাকে বলে?
উত্তরঃ যে রাষ্ট্রব্যবস্থায় একাধিক রাষ্ট্র ও প্রদেশ মিলিত হয়ে একটি রাষ্ট্র গঠন করে, তাকে যুক্তরাষ্ট্র বলে।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম কি?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হলো ওয়াশিংটন ডি.সি.।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য কোনটি?
উত্তরঃ আয়তনের দিক থেকে আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস।