সবার দেখাদেখি আপনিও স্টার্টআপ শুরু করার করার কথা ভাবছেন। কিন্তু কোন সেক্টরে গেলে ২০২৪ সাল সামনের বছরগুলিতে ভালো প্রফিট জেনারেট করতে পারবেন তা ভেবে কূল পাচ্ছেন না। তাই তো?
চিন্তা নেই। আমাদের আজকের এই লেখাটি সেসমস্ত কূলকিনারা না পাওয়ার সফলতা প্রত্যাশী ব্যাক্তিদের জন্যে সাজানো হয়েছে। আসুন তবে আর কথা না বাড়িয়ে লাভজনক স্টার্টআপ আইডিয়া ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
১. অনলাইন রিসেলিং
শুরুতে যাদের হাতে ইনভেস্টমেন্ট নেই তারা অনলাইন রিসেলিং দিয়ে কাজ শুরু করতে পারেন। শুরুতে সাইড হাস্টল বিজনেস হিসাবে এই কাজ শুরু করে পরে যদি লাভ দেখেন তবে ফুলটাইম অনলাইন রিসেলার হয়ে কাজ করতে পারেন।
বলে রাখা ভালো এই ধরণের কাজের সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে যথেষ্ট পরিমাণে অর্থ খরচ করে প্রোডাক্ট কিনে তা স্টক করতে হচ্ছে না। এই লাভজনক স্টার্টআপ আইডিয়া ২০২৪ সালে শুরু করতে নিচের পয়েন্টগুলি ফোকাস করুন:
- একটি নিশ বেছে নিন
- ভালো সাপ্লায়ারের সাথে কন্টাক্ট করুন
- একটি অনলাইন স্টোর খুলুন
- সঠিক পদ্ধতিতে মার্কেটিং করুন
- অর্ডার পেলে তা ম্যানেজ করুন
- নিয়মিত এনালাইসিস করে এগিয়ে যান
২. টি শার্ট প্রিন্টিং
আপনার যদি ফ্যাশনের প্রতি ভালো আইডিয়া কিংবা আগ্রহ থাকে সেক্ষেত্রে টি শার্ট প্রিন্টিং বিজনেস শুরু করতে পারেন। এক্ষেত্রে ২ ভাবে কাজ করার সুযোগ রয়েছে। আপনি চাইলে অন্য কারো ডিজাইন লাইসেন্স করে ব্যবহার করতে পারেন অথবা নিজেই ডিজাইন করে তা প্রিন্টিং করতে পারেন। নিজে ঘরে বসে খুব সহজে টি শার্ট ডিজাইন আইডিয়া পেতে নিচের প্ল্যাটফর্মগুলিতে ফোকাস করতে পারেন:
- ক্যানভা
- অ্যাডোবি ইলাস্ট্রেটর
- এডোবি ফটোশপ
- জিআইএমপি
- ইন্কস্কেপ
৩. অনলাইন কোর্স
যদি আপনি নির্দিষ্ট কোনো টপিকের উপর এক্সপার্ট হোন তাহলে সেই টপিকের চাহিদা অনুযায়ী কোর্স চালু করতে পারেন। এক্ষেত্রে এডভান্স পেমেন্ট বা আফটার কোর্স পেমেন্ট চাইতে পারেন।
আর অনলাইন কোর্স পরিচালনায় ইউটিউব ভিডিও, ফেসবুক গ্রুপে লাইভ বা গুগল মিটের সাহায্য নিতে পারেন। নিজের তৈরি করা অনলাইন কোর্স দ্রুত অনেক বেশি পরিমাণে সেল করতে নিচের টিপসগুলি ফলো করতে পারেন:
- আপনার টার্গেটেড অডিয়েন্স কারা বুঝুন
- যেকোনো প্ল্যাটফর্মে সেলিং পেইজ তৈরি করুন
- সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করুন
- পেইজে বুস্ট করুন
- বিভিন্ন ইনফ্লুয়েঞ্জারদের সাথে পার্টনারশিপ করুন
- লাইভে এসে কোর্স সম্পর্কে ডিটেইলস বলুন
- নিজের একটি পোর্টফোরিও ওয়েবসাইট তৈরি করুন
৪. মেডিকেল কুরিয়ার সার্ভিস
বাংলাদেশের লাভজনক স্টার্টআপ আইডিয়া ২০২৪ হিসাবে এই আইডিয়াটি বেশকিছুটা নতুন। সুতরাং এই আইডিয়া দিয়ে সহজেই লাভ করাটা সহজ হবে।
কারণ কম্পিটিশন কম, আপনাকে কম্পিটিটরদের পেছনে রাখতে কষ্টও কম করতে হবে। এই ধরণের বিজনেসে আপনাকে মূলত যেসব কাজ করবার প্রয়োজন পড়তে পারে সেসব কাজ হলো:
- এম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেন
- ল্যাবের বিভিন্ন টেস্ট আনা-নেওয়া করতে পারেন
- ঔষধের ব্যবস্থা করতে পারেন
- রোগী মেডিকেলে এডমিট হলে তার যত্ন নিতে পারেন
- বিভিন্ন চিকিৎসা সামগ্রী গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন
৫. অ্যাপ ডেভেলপমেন্ট
যদি আপনার অনলাইন আর্নিংয়ের প্রতি ঝোঁক থাকে এবং ঘরে বসে কিছু করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে এই অ্যাপ ডেভেলপমেন্ট শুরু করতে পারেন।
বলে রাখা ভালো বর্তমানে এআই ভিত্তিক অ্যাপগুলির চাহিদা বেড়ে গেছে। যাইহোক! দ্রুত সময়ে অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে নিচের টিপস ফলো করতে পারেন:
- প্ল্যাটফর্ম বেছে নিন
- গোল সেট করুন
- বেসিক থেকে শেখা শুরু করুন
- পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নিন
- ফ্রি কোর্স পছন্দ করুন
- নিয়মিত প্র্যাকটিস করুন
- অ্যাপ ডিজাইনিং বুঝুন
- অনলাইনের সাহায্য নিন
- স্যাম্পল অ্যাপ রেডি রাখুন
- নিয়মিত নিজের স্কিল আপডেট করুন