ইসলামিক পোস্ট

আজ সৌদিতে ঈদের চাঁদ দেখা যায়নি ৷ আগামী বুধবার পালন হবে ঈদ

সূচিপত্র দেখুন

সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোতে আগামী বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিদরা। তাদের হিসাব–নিকাশ বলছে, এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিনের হতে পারে। সেই হিসাবে, সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোয় আগামী বুধবার (১০ এপ্রিল) ঈদ।

সৌদিতে কি চাঁদ দেখা গেছে?

8 এপ্রিল সোমবার সৌদি আরবে শাওয়াল ক্রিসেন্ট চাঁদ দেখা যায়নি , তাই ঈদুল ফিতর 10 এপ্রিল, 2024 বুধবার উদযাপিত হবে। এদিকে, মরক্কোর ইসলামী বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ঈদ আল ফিতরের জন্য অর্ধচন্দ্রাকার চাঁদ দেখা হবে।

ঈদের দিনের সুন্নাত ও মুস্তাহাব আমল

অন্যদিনের চেয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা এ দিনের বিশেষ সুন্নত। দেহের অবাঞ্চিত পশম পরিষ্কার করে, দাঁত মেসওয়াক করে, ভালোভাবে গোসল করা এ দিনের প্রস্তুতির বিশেষ অংশ। সাধ্যের মধ্যে উত্তম পোশাক পরিধান এ দিনের অন্যতম সুন্নত।

ঈদের নামাজ পড়ার নিয়ম

প্রথম রাকাত

  • ১. তাকবিরে তাহরিমা ঈদের নামাজে নিয়ত করে তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে হাত বাঁধা।
  • ২. সানা পড়া সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়াতাআলা যাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা।
  • ৩. অতিরিক্ত তিন তাকবির দেওয়া।
  • এক তাকবির থেকে আরেক তাকবিরের মধ্যে তিন তাসবিহ পরিমাণ সময় বিরত থাকা। প্রথম ও দ্বিতীয় তাকবিরে উভয় হাত উঠিয়ে তা ছেড়ে দেওয়া এবং তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত বেঁধে নেওয়া।
  • ৪. আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়া
  • ৫. সুরা ফাতিহা পড়া
  • ৬. সুরা মেলানো। অতঃপর নিয়মিত নামাজের মতো রুকু ও সিজদার মাধ্যমে প্রথম রাকাত শেষ করা।
আরও পড়ুনঃ  ঈদুল ফিতরের নামাজ আদায় করার বা পড়ার নিয়ম

দ্বিতীয় রাকাত

  • ১. বিসমিল্লাহ পড়া
  • ২. সুরা ফাতিহা পড়া
  • ৩. সুরা মেলানো।
  • ৪. সুরা মেলানোর পর অতিরিক্ত তিন তাকবির দেওয়া।
  • প্রথম রাকাতের মতো দুই তাকবিরে উভয় হাত কাঁধ বরাবর উঠিয়ে ছেড়ে দেওয়া; অতঃপর তৃতীয় তাকবির দিয়ে হাত বাঁধা।
  • ৫. তারপর রুকুর তাকবির দিয়ে রুকুতে যাওয়া।
  • ৬. সিজদা আদায় করে তাশাহহুদ, দরুদ, দোয়া মাসুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা।

তারপর খুতবা

ঈদের নামাজ পড়ার পর ইমাম খুতবা দেবেন আর মুসল্লিরা খুতবা মনোযোগের সঙ্গে শুনবেন।

সম্পর্কিত আর্টিকেল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

অ্যাডব্লকার ডিটেক্ট হয়েছে!

মনে হচ্ছে আপনি অ্যাড ব্লকার ব্যবহার করছেন। আমাদের সাইট ভিজিট করার জন্য আপনাকে অ্যাড ব্লকার বন্ধ করতে হবে। যদি অ্যাডব্লকার ব্যবহার না করেন, তাহলে পেজটি রিফ্রেশ করুন।